সেই সময়ের ভুল এখন বুঝতে পারি
তারকাদের জীবনে আলোর বিপরীতে অন্ধকার থাকেই। মার্কিন সুপার মডেল বেলা হাদিদের জীবনও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি মুখ খুললেন তার মানসিক স্বাস্থ্য নিয়ে। জানালেন, কৈশোরে প্রচুর ধূমপান করতেন। পকেটে থাকত সিগারেটের প্যাকেট। আর এগুলো করতেন উদ্বেগে ভুগে। তখন বয়স কত আর হবে? বড়জোড় ১৪ বছর। প্রচুর…